
স্পোর্টস ডেস্ক: এক চিলতে ইডেন গার্ডেন্স দুর্গাপুজোয়। প্রাক্তন সিএবি কোষাধক্ষ বিশ্বরূপ দের উদ্যোগে বৌবাজারে শশীভূষণ স্ট্রিটের সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইডেন। ইডেনের সামনে যেমনটা আছে এই পুজো মন্ডপেও অবিকল সেটাই আছে।ইডেনে রাহুল দ্রাবিড় -ভিভিএস লক্ষ্মণের ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই অমর ইনিংস,সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইডেনের মাঠে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের মুহূর্ত , এমএস ধোনির ভারতের ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয় সহ ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জয়ী দলের অধিনায়ক স্টিভ ওয়ার হাতে তুলে দিচ্ছেন আইসিসির তৎকালীন সভাপতি জগমোহন ডালমিয়া। মন্ডপের সামনে,অস্থায়ী মঞ্চের পাসে এলইডিতে চলছে লাইভ বিশ্বকাপের ম্যাচ। যারা ক্রীড়াপ্রমী তারা ঠাকুর দেখার পাশাপাশি ক্রিকেটের ম্যাচও লাইভ দেখার সুযোগ পাবেন। সত্যি ছোট্ট একফালি জায়াগায় তৈরি করে ফেলেছেন আস্ত ইডেন গার্ডেন।
৪৮ নম্বর ওয়ার্ডের ৫০ বছরে পা রাখা উমেশ স্মৃতি সংঘের দূর্গা পুজোর থিম ইডেন ও বিশ্বকাপ ক্রিকেট।এদিন এই পুজো উদ্বোধনে ছিলেন প্রাক্তন ক্রিকেটার সস্ত্রীক অরুণ লাল,ঝুলন গোস্বামী। জগমোহন ডালমিয়ার সুযোগ্য সন্তান ও আইপিএল কাউন্সিল কমিটির সদস্য অভিষেক ডালমিয়া, সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়,কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, যুগ্ম সচিব দেবব্রত দাস। এদিন বিশ্বরূপ জানালেন,বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। ইডেনে এত গুলো ম্যাচ। এমন এই পরিস্থিতে পুজোর থিমে ইডেন ও বিশ্বকাপ ক্রিকেট ছাড়া ভাবতেই পারিনি। যারা ঠাকুর দর্শণ করবেন তারা চাইলেই বিশ্বকাপের লাইভ ম্যাচের স্কোরও দেখে নিতে পারবেন। আয়োজনের খামতি নেই। আজ ভাল লাগছে,আমাদের প্রয়াসে সিএবির কর্তারা এসেছেন। ক্রিকেটাররা সাক্ষী থাকলেন। তাঁদের প্রত্যেককে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।”