
ওঙ্কার ডেস্ক:আর জি কর কান্ড নিয়ে প্রতিবাদে নেমেছে বাংলার মানুষ, তাই ভয় পেয়ে গুণ্ডা নামিয়ে প্রতিবাদ দমন করার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার দুর্গাপুরের শহীদ বিমল দাশগুপ্ত ভবন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে এমনই মন্তব্য করলেন ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।উল্লেখ্য বুধবার দুর্গাপুরের পুর নিগম মোড়ে ডিওয়াইএফআইয়ের মিছিল চলাকালীন হামলার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে।দুষ্কৃতীরা মিছিল লক্ষ করে বোমা ছোঁড়ে।মারধোর করা হয় ডি ওয়াই এফ আই কর্মীদের বলে অভিযোগ।কিছুক্ষণ পরে সিপিএমের পার্টি অফিস বিমল দাশগুপ্ত ভবন ভাঙচুর করে তৃনমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবার সকালেই শহীদ বিমল দাশগুপ্ত ভবনে পৌঁছান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেন মানুষের আন্দোলন দেখে ভয় পেয়েছেন মমতা বন্দোপাধ্যায় তাই তিনি আন্দোলন দমানোর চেষ্টা করছেন।পাশাপাশি তিনি দাবি করেন আর জি কর কাণ্ডে কয়েকজনকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার ।এছাড়াও এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন তিনি।
বৃহস্পতিবার আসানসোলের বি এন আর মোড় এলাকায় আর জি করের ঘটনায় দোষীদের বিচার ও শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ করে ডি ওয়াই এফ আই।