
নিজস্ব প্রতিনিধিঃ ফের বড়সড় দুঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়। দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে ৩ নং ইউনিটে গরম লোহা ঝলসে আহত ৩ জন। বৃহস্পতিবার রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসের তিন নাম্বার ইউনিটে লোহা ঝলসে আহত হন কর্মরত ৩ জন ঠিকাশ্রমিক। তাদের মধ্যে ২ জনকে প্ল্যান মেডিকেলে রাখা হয় ও অপর একজন ঠিকাশ্রমিক রাকেশ কুমার গুপ্তাকে প্রথমে ইস্পাত হাসপাতাল, তারপরে তার অবস্থার অবনতি হলে দুর্গাপুরে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিন কয়েক আগেই দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা ঘটে। বারংবার এই দুর্ঘটনা ঘটার কারণে কারখানার নিরাপত্তার নিয়ে প্রশ্ন তুলছে শ্রমিক সংগঠনগুলি।