
তামসী রায় প্রধান, কলকাতাঃ মঙ্গলবার ডিভিসি নতুন করে আরও ১ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছেড়েছে। মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল। পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয়েছে ৭৫ হাজার কিউসেক জল।
ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন। সাত জেলাকে কে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিবের। নির্দেশিকায় বলা হয়েছে, “এলাকা পরিদর্শন করুন। যেখানে যেখানে জল জমছে বা বন্যার মত পরিস্থিতি তৈরি হচ্ছে সেই এলাকাগুলি পরিদর্শন করুন। প্রয়োজনে এসপি সহ জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে যান। যে এলাকা গুলি তে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে সেখানকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসুন।”
ফের জল ডিভিসির তরফে ছাড়ায় পশ্চিম মেদি, হুগলি, হাওড়ার, একাধিক অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি হুগলি জেলার নিয়ে বেশি সতর্ক নবান্ন।
ডিভিসি-র তরফে জানানো হয়েছে, বরাকর এবং দামোদর উপত্যকায় ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডেও গত কয়েক দিন ধরে অতি ভারী বৃষ্টি চলছে। তাই বাঁধগুলি থেকে জল ছাড়তে হয়েছে।