
ওঙ্কার ডেস্ক: ৭.৭ মাত্রার ভূমিকম্পে বিপর্যস্ত ময়ানমার। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২.৫০ মিনিট নাগাদ মধ্য ময়ানমারে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরে আফটার শকের কম্পন ছিল ৬.৮ মাত্রার।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প হলেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। বেজিংয়ের ভূমিকম্প সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর থাইল্যান্ড পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। যার ফলে রাজধানী ব্যাংককে মেট্রো এবং রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
চিনের ইউনান প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইউনানে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯। অন্যদিকে সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের কলকাতা এবং মণিপুরের কিছু অংশে মৃদু ভূমিকম্প হয়েছে।
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য থাই প্রধানমন্ত্রী পায়টংটার্ন শিনাওয়াত্রা একটি জরুরি বৈঠকে অংশ নিয়েছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের ফলে ভেঙে পড়া একাধিক বহুতলের দৃশ্য ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতলগুলি। তবে এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা কত তা স্পষ্ট নয়।