
স্পোর্টস ডেস্ক: ‘ন’বছর পরে এশীয় স্তরের টুর্নামেন্টে নেমেও সাফল্য পাওয়া হল না ইস্টবেঙ্গল এফসি-র। বুধবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রাথমিক পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের আলটিন আসিরের কাছে ২-৩-এ হার মানল তারা। প্রথমার্ধে তেমন ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলে তারা। তা সত্ত্বেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল-হলুদ বাহিনী।
এ দিন যুবভারতীতে সাত মিনিটেই গোল করে কলকাতার দলকে এগিয়ে দেন ডেভিড লালনসাঙ্গা। কিন্তু তার দশ মিনিট পরেই সমতা এনে ফেলেন আলটিন আসিরের মিডফিল্ডার মিরাত আনায়েভ। ২৭ মিনিটের মাথায় তারা এগিয়ে যায় নুরমিরাদভ সেলিমের গোলে। বিরতির পর দলের হয়ে তৃতীয় গোল করেন মিহাইল টিটভ। ৫৯ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে ব্যবধান কমান সল ক্রেসপো।
এর পর সমতা আনার মরিয়া চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু তাদের দুর্ভাগ্য যে, আধ ঘণ্টারও বেশি সময় ধরে মরিয়া চেষ্টা করেও সফল হয়নি তারা। এই হারের ফলে ইস্টবেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান শুরুতেই শেষ হয়ে গেল। গ্রুপ পর্বে খেলার সুযোগ পাওয়া হল না তাদের। জয়ী আলটিন আসির গ্রুপ পর্বে খেলবে। এরপরই ডুরান্ড কাপ ডার্বি। তবে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত ডার্বিতে অন্য ফলের ব্যাপারে আশাবাদী। তার কথায়,সাপোর্টারদের মাঠে আসার জন্য ধন্যবাদ। তবে আমরা তাঁদের খুশি না করতে পারার জন্য দুঃখিত। ওরা ভাল দল। আমাদের প্লেয়াররা পুরো ফিট ছিল না। তারওপর তরুণ দল। ওদের এএফসিতে খেলার অভিজ্ঞতা আছে। চ্যাম্পিয়ন্স লিগ টু কঠিন। এবার এএফসি চ্যালেঞ্জ কাপে ফোকাস করব।’ এই হারের প্রভাব কি আসন্ন ডার্বিতে পড়বে? তেমন মনে করছেন না লাল হলুদের স্প্যানিশ কোচ। বৃহস্পতিবার ফুটবলারদের ছুটি দিয়েছেন। শুক্রবার এবং শনিবার বড় ম্যাচের প্রস্তুতি সারবেন কুয়াদ্রাত। ফুটবলারদের শারীরিক কন্ডিশন দেখেই ডার্বির প্রথম একাদশ তৈরি করবেন। কুয়াদ্রাত বলেন, ‘ডার্বির আগে দুটো সেশন পাব। দেখব প্লেয়াররা কতটা রিকভার করছে। মন, মেজাজ কেমন আছে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেব।’