
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগে ২ নম্বর দল ভবানীপুরের বিরুদ্ধে ১-০ গোলে জিতে গেলো গ্রুপের ১ নম্বর দল ইস্টবেঙ্গল।এদিন নিজেদের ঘরের মাঠে ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচের শুরুটা দারুণভাবে করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। রোশলের গতির সঙ্গে টেক্কা দিতে না পেরে বক্সের মধ্যে ট্রিপ করেন ভবানীপুরের ডিফেন্ডার মদন মাণ্ডি। আর পেনাল্টি থেকে করে যান জেসিন টি কে। চলতি কলকাতা লিগে তার হয়ে গেলো গেল ৮ গোল।গোল সংখ্যা বৃদ্ধির সুযোগ পায় ইস্টবেঙ্গল। ১৮ মিনিটে ভবানীপুুরের গোলকিপার প্রিয়ন্ত কুমার সিংকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও, শট নিতে দেরি করেন জেসিন। তাঁর বাঁ পায়ের শট গোললাইন সেভ হয়ে যায়। এরপর লড়াই দিতে থাকে ভবানীপুরও। ম্যাচের ৪৪ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের জোড়ালো শট সুন্দর ভাবে সেভ করেন প্রিয়ন্ত।প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।সেকেন্ড হাফে গোলের সুযোগ তৈরী করে ইস্টবেঙ্গল তবে আর গোল হয়নি। যদিও ৫৩ মিনিটে দীপ সাহার দূরপাল্লার শট সেভ করেন ইস্টবেঙ্গল গোলকিপার আদিত্য পাত্র। ফলে আর গোল করা সম্ভব হয়নি। ম্যাচ শেষ হয় ১-০ ব্যবধানেই।এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের ৮ ম্যাচে ২২ পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় ভবানীপুরের ঝুলিতে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট।