
স্পোর্টস ডেস্ক :টানা চারটি হার দিয়ে এ বারের আইএসএল শুরু করলেও গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে যথেষ্ট ভাল খেলেছিল ইস্টবেঙ্গল এফসি। তা সত্ত্বেও জয়ের মুখ দেখতে পারেনি তারা। অবিশ্বাস্য সব গোলের সুযোগ হাতছাড়া করেছেন লাল-হলুদ অ্যাটাকাররা। এই ভুলগুলি নিয়ে যে চিন্তায় রয়েছেন দলের ভারপ্রাপ্ত কোচ বিনো জর্জ, তা স্বীকার করছেন তিনি। তবে সাম্প্রতিক অবকাশে যে ভুলগুলি শোধরানোরও অনেক চেষ্টা হয়েছে, তাও জানাতে ভোলেননি।
জামশেদপুরে দু’গোলে হারা ম্যাচে মোট ২৪টি গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু একবারও বিপক্ষের জালে বল জড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। বিপক্ষের বক্সে ৩৩ বার বল পেয়েও কিছু করতে পারেনি ক্রেসপো-ক্লেটনরা। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি পেয়েও সেই সুযোগও হাতছাড়া করেন ক্রেসপো। সুযোগ তো নষ্ট করছেনই। অবধারিত গোলও করতে পারছে না তারা।
এই অবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারে দল, তার সব রকম চেষ্টাই করা হয়েছে বলে জানালেন তিনি। শুক্রবার সাংবাদিকদের জর্জ বলেন, “আমরা আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি গত কয়েক দিনে। এ বার পরের ম্যাচে সেগুলো কার্যকর করতে হবে। আশা করি সেটা হবে। আমার কাজ দলের ছেলেদের মোটিভেশন জোগানো, যেটা রোজই করছি। ভুলগুলো শোধরানোর জন্য যা করার সবই করছি।
দলের ছেলেরা সবাই তাদের দায়িত্ব জানে। ওরা জানে এই পরিস্থিতিতে কী করতে হবে। ওদের ওপর আমার আস্থা আছে। গত ম্যাচেই আমরা প্রায় তিরিশের কাছাকাছি আক্রমণ করেছি। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। গোলে পরিণত করতে পারলে আমরাই জিততাম। এই ম্যাচে আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। খেলাটা মাঠেই হবে। তাই যা প্রমাণ করার আমরা মাঠেই করব”।
ডার্বিতেই এ বার আইএসএলের প্রথম পয়েন্ট অর্জন করতে চায় ইস্টবেঙ্গল, জানিয়ে দিলেন কোচ। বলেন, “প্রতি ম্যাচেই আমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। তবে হার-জিত খেলারই অঙ্গ। ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বির সম্পর্ক আবেগের। সেই জন্যই এই ম্যাচের অপেক্ষায় রয়েছি আমরা। মরশুমের প্রথম ডার্বি খেলছি আমরা। তাই এই ম্যাচটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। এই ম্যাচেই আমরা পয়েন্টের খাতা খুলতে চাই। অনুশীলনে আমি দলের ছেলেদের মধ্যে লড়াকু মনোভাব দেখছি। আশা করি কাল ম্যাচেও এই মনোভাব থাকবে। আশা করি, কাল আমরা মোহনবাগানের বিরুদ্ধে ভাল লড়াই করব”।
এ মরশুমে তাঁর প্রশিক্ষণেই ইস্টবেঙ্গলের ডার্বি জয়ের কথা মনে করিয়ে দিয়ে বিনো জর্জ বলেন, “কলকাতা লিগে আমার প্রশিক্ষণেই মোহনবাগানকে হারিয়েছে আমাদের ছেলেরা। আমাদের হারানোর কিছু নেই। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব। এ বছর ক্লাব ম্যানেজমেন্ট যথেষ্ট ভাল দল গড়েছে। নতুন কোচ (অস্কার ব্রুজোন) এখন নতুন পরিকল্পনা তৈরি করেছেন। সেগুলো নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা খেলব। দেখা যাক, ম্যাচে কী হয়। আমাদের চাপে পড়ার মতো কিছু নেই। বরং মোহনবাগানই বেশি চাপে থাকবে কাল”।