
স্পোর্টস ডেস্ক :ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে গেলেন কার্লেস কুয়াদ্রাত। ইস্তফা দিলেন স্প্যানিশ কোচ। সোমবার দুপুরে ক্লাবের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। শনিবার জামশেদপুরের বিরুদ্ধে পরের ম্যাচ লাল হলুদের। সেই ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন লাল হলুদের জুনিয়র দলের কোচ। যতক্ষণ না নতুন হেড কোচ নিয়োগ করা হচ্ছে, বিনো কোচের দায়িত্ব সামলাবেন। প্রথমে ডুরান্ড কাপে ব্যর্থতা। তারপর আইএসএলে প্রথম ৩ ম্যাচে হারের হ্যাটট্রিক। ফলস্বরূপ চাকরি গেলো ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের। যদিও কার্লস কুয়াদ্রাত নিজেই পদত্যাগ করেন।ইস্ট বেঙ্গলের অন্তর্বর্তী কোচ তার সহকারী বিনো জর্জ। তারপর নতুন কোচ নেওয়া হবে। ডার্বির আগেই সম্ভবত নতুন কোচ পাবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলকে গতবার সুপার কাপ চ্যাম্পিয়ন করেন কুয়াদ্রাত। যা শতবর্ষ প্রাচীন লাল হলুদ ক্লাবের ১২ বছর পরে সর্বভারতীয় ট্রফি জয়। তবে এবারে ভালো দল করে সাফল্য নেই চাপ বাড়ছিল। গত এফসি গোয়া ম্যাচে ইস্টবেঙ্গলের হারের পরে গো ব্যাক স্লোগানও শুনতে হয় কুয়াদ্রাতকে।ইমামি ইস্টবেঙ্গল গ্রুপ থেকে জানানো হয়, আমরা সুপার কাপ জিতিয়ে এএফসি খেলানোর জন্য কুয়াদ্রাতকে ধন্যবাদ জানাচ্ছি। উনার ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছি।’