
স্পোর্টস ডেস্ক :-ডুরান্ড কাপে ব্যর্থতা আইএসএলে শুরুতেই হারের হ্যাটট্রিক। ফলস্বরূপ ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে গেলেন লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের অন্তবর্তী কোচ অর্থাৎ জামশেদপুর এফসি ম্যাচে কোচিং করাবেন বিনো জর্জ। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মিহির বসু বলেন,কুয়াদ্রাত বুদ্ধিমান সেই কারণে তাড়াতাড়ি নিজেই ছেড়ে দিয়েছে। ইস্টবেঙ্গল রেজাল্ট ভিত্তিক ক্লাব। তুমি রেজাল্ট না দিলে এই ক্লাবে থাকতে পারবে না। প্রথম কয়েকটা ম্যাচ দেখলেই বোঝা যায় দল গোটা টুর্নামেন্টে কেমন খেলবে বিদেশি কোচের মধ্যে এইমুহূর্তে হাবাস ছাড়া ভাল কোচ কেউ নেই। তবে ইস্টবেঙ্গল যাকেই অনুক, রেজাল্ট এতটা খারাপ হবে বলে মনে হয় না। তবে আমার মতে ভারতীয় কোচ আনা উচিত। বাংলায় যথেষ্ট ভাল মানের কোচ আছে। কিন্তু তাঁদের সুযোগ দেওয়া হয় না। সুযোগ দিলে তবেই রেজাল্ট হবে। শঙ্করলাল চক্রবর্তী, সঞ্জয় সেনের মতো কোচ আছে।’