
স্পোর্টস ডেস্ক :ডুরান্ড কাপে টানা দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল এফসি। বুধবার কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে তারা কাশ্মীরের ডাউনটাউন হিরোজকে ৩-১-এ হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে পৌঁছে গেল তারা। কাশ্মীরের দলটি তিন ম্যাচে তিন পয়েন্ট অর্জন করে রয়েছে তিন নম্বরে ও ইন্ডিয়ান এয়ারফোর্স, যারা তাদের শেষ ম্যাচে দু’নম্বরে থাকা মোহনবাগান এসজি-র মুখোমুখি হবে বৃহস্পতিবার, তারা কোনও পয়েন্ট না পেয়ে গ্রুপের সর্বশেষ স্থানে।
প্রথম ম্যাচেও একই ব্যবধানে জেতা গতবারের রানার্স আপ ইস্টবেঙ্গল এফসি এ দিন দাপুটে ফুটবল খেলার চেষ্টা করলেও প্রায়ই তাদের রক্ষণকে চাপে ফেলে দেয় ডাউনটাউন হিরোজ। ২৩ মিনিটে ফরাসি মিডফিল্ডার মাদি তালাল ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেও তার সাত মিনিট পরেই তাদের রক্ষণের ভুলে সমতা আনেন ডাউনটাউনের ফরোয়ার্ড আফরিন। তবে ৩৩ মিনিটের মাথাতেই পেনাল্টি আদায় করে নেন পিভি বিষ্ণু এবং সেই পেনাল্টি থেকে গোল করে দলকে ফের এগিয়ে দেন স্প্যানিশ মিডিও সল ক্রেসপো। ম্যাচের একেবারে শেষে অনবদ্য গোল করে দলের জয় নিশ্চিত করেন তরুণ ফরোয়ার্ড জেসিন টিকে। গত ম্যাচে খেলা গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে এ দিন রিজার্ভ লিস্টে দেখা গেলেও তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। ক্রেসপো ও হিজাজি মাহেরকে নিয়ে দল নামান ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। সঙ্গে ডেভিড লালনসাঙ্গা, শৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ, পিভি বিষ্ণু, মার্ক জোথানপুইয়ার মতো এক ঝাঁক প্রতিভাবান দেশীয় ফুটবলার, যাঁদের অনেককেই হয়তো আইএসএলে নিয়মিত দেখা যাবে। ম্যাচের পরে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বললেন, ‘এসিএল আর ডার্বির আগে দুটো জয় খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস আরও বাড়বে। তবে এক গোলের ব্যবধান কখনোই নিরাপদ নয়। যা কিছু হতে পারে। সেটা বাড়াতে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এই বিষয়ে আমাদের উন্নতি করতে হবে। তাছাড়া দুটো ম্যাচেই আমরা গোল হজম করেছি। বিপক্ষ একটা-দুটো সুযোগ তৈরি করছে, আর সেটা থেকেই গোল হয়ে যাচ্ছে। আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে।’