
স্পোর্টস ডেস্ক :আর ম্যাচের শেষে দুজনেরই প্রশংসা করলেন কোচ কার্লস কুয়াদ্রাত। জানান, ‘এক সপ্তাহ হল দিমিত্রি আমাদের সঙ্গে অনুশীলন করছে। একটা চিন্তা ছিল ও পরিবেশের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে। তবে এদিন অল্প সময়ের জন্য নেমে ও দেখিয়ে দিয়েছে কেন আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। একটা হাফ খেলে একটা গোল একটা অ্যাসিস্ট করে নিজের জাত চিনিয়েছে দিমিত্রি।’