
স্পোর্টস ডেস্ক :–কলকাতা লিগে ফের জয় পেলো ইস্টবেঙ্গল। শনিবার নিজেদের ঘরের মাঠে মোহনবাগান ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার্স এসোসিয়েশনকে ৪-০ গোলে হারালো ইস্টবেঙ্গল। এদিন ম্যাচের শুরুতেই ২৬ মিনিটে গোল পায় ইস্টবেঙ্গল।তন্ময় দাসের কর্নার থেকে ভেসে আসা বল হেডে বিপক্ষের জালে জড়িয়ে দিলেন জেসিন টিকে । এরপর যদিও গোলের সুযোগ এলেও ইস্টবেঙ্গল গোল করতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই।দ্বিতীয়ার্ধে একপ্রকার শুরুতেই ৫৬ মিনিটে ফের গোল করে ইস্টবেঙ্গল। দূরপাল্লার শটে গোল করেন ভনসপাল। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে যান তিনি। এরপর দুরন্ত গোল করেন আজাদ। বক্সের বাঁদিক থেকে তাঁর বাঁকানো শট কালীঘাটের গোলকিপার কিছু করতে পারেননি।৮০ মিনিটে ফের একবার গোল করেন ভাসপাল।অন্যদিকে ভবানীপুর ২-০ গোলে হারালো ইস্টার্ন রেলকে। যদিও ইস্টবেঙ্গল গ্রুপ শীর্ষেই রইল। আর মোহনবাগানের সুপার সিক্সে যাওয়া এখনও কঠিন।ম্যাচের পরে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানালেন, আমরা প্রতিদিন উন্নতি করছি। নকআউটে অন্যরকম ফুটবল হবে। তার জন্য তৈরী হচ্ছি।’