
স্পোর্টস ডেস্ক :-কলকাতা লিগের শততম ডার্বি জিতে নিল ইস্টবেঙ্গল। এদিন যুবভারতীতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড। এদিন প্রথম থেকেই ম্যাচ নিজেদের দখলে রাখে ইস্টবেঙ্গল। শুরুতেই ৫ মিনিটে প্রথম কর্নার পায় ইস্টবেঙ্গল। তবে গোল হল না ইস্টবেঙ্গলের। ফাইনাল থার্ডে যদি ইস্টবেঙ্গলে আরও একটু ভালো খেলতে পারত, তাহলে গোল পেয়ে যেতে পারত ইস্টবেঙ্গল।১৬ মিনিটে মোহনবাগান বক্সের বেশ খানিকটা বাইরে ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। সরাসরি গোলের চেষ্টা। কিন্তু সেটা হল না। দুর্বল শট। গোলপোস্টের অনেকটা দূর থেকে বলটা বেরিয়ে গেল।১৯ মিনিটে প্রায় গোল করে ফেলেছিল ইস্টবেঙ্গল। মোহনবাগান বক্সের টার্ন আমনের। বাঁ-দিরে বলটা বাড়়ান বিষ্ণুকে। কিন্তু তাঁর প্রথম টাচটা জোরে হয়ে গিয়েছিল। ফলে ট্যাকলের সুযোগ পেয়ে যান মোহনবাগান ডিফেন্ডার। তারপরও বলটা দ্বিতীয় পোস্টের দিকে চলে যায়। দ্বিতীয় পোস্টে ইস্টবেঙ্গলের কেউ ছিলেন না। থাকলে নিশ্চিত গোল ছিল।২৮ মিনিটে কর্নার পায় মোহনবাগান। তবে সহজেই বলটা ক্লিয়ার করে দেয় ইস্টবেঙ্গল ডিফেন্স। তারপর মাঝমাঠ থেকে গোলমুখী শট দীপেন্দু বিশ্বাসের। গোললাইনে ধরে নিলেন দেবজিৎ মজুমদার।প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানে।দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে গোললাইন সেভ করে মোহনবাগান। তবে এরপর আর রক্ষা পায়নি তারা।৫০ মিনিটে মোহনবাগান বক্সে গিয়ে অসাধারণ গোল করে যান পিভি বিষ্ণু।প্রথম গোল করার পরে আক্রমণ থামায়নি ইস্টবেঙ্গল।৬৪ মিনিটে জেসিন টিকে দ্বিতীয় গোল করেন । মোহনবাগানের রাজা বর্মন বল পাস বাড়ান সৌরভকে। বল ছিনিয়ে নেন অমন সিকে । তারপর পাস দেন জেসিন টিকেকে। বল পেয়ে গোল করতে ভুল করেননি জেসিন।এরপর ৭৭ মিনিটে ইস্টবেঙ্গল ১০ জনে হয়ে যায়। মোহনবাগানের সালাউদ্দিনকে সাইডলাইনে ফাউল করায় হলুদ কার্ড দেখেন জোসেপ জাস্টিন। দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় তাকে।ফিফা রেফারি প্রাঞ্জল বন্দোপাধ্যায়ের এই সিদ্ধান্ততে যদিও ইস্টবেঙ্গল সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচ যখন নিশ্চিত জয়ের মুখে ইস্টবেঙ্গল তখনই টুইস্ট। ৭৭ মিনিটে টাইসনের পাসে হেড থেকে অসাধারণ গোল করেন মোহনবাগানের সুহেল ভাট। তবে শেষ অবধি ডার্বি জিতেই মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল। কলকাতা লিগে তাঁদের জয়ের হ্যাটট্রিক যেমন হল তেমনই প্রথম দুটো ম্যাচে ড্রয়ের পরে হারের মুখ দেখে চাপে মোহনবাগান।এদিন মেরেকেটে ১৫ হাজার দর্শক হলো যা ডার্বির জন্য মোটেও ভালো বিজ্ঞাপন নয়।