
স্পোর্টস ডেস্ক -কলকাতা লিগের শততম ডার্বি। কতকিছুই না হতে পারত এই ডার্বি ঘিরে। ফিকে হয়ে যাওয়া কলকাতা লিগে একটা অক্সিজেন দিতে পারতো এই শততম ডার্বি। কিন্তু কোথাও কী!দুই দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকলেও আইএফএ বা দুই দলের মধ্যেও সেই ডার্বি ভাবটাই নেই। ডার্বি হলে আগে দুটো দলের জয়েন্ট প্রেস কনফারেন্স আয়োজন করত আইএফএ। সেটা করতে আইএফএকে উদ্যোগ নিতে দেখা গেলো না। যদিও আইএফএ কর্তারা বলছেন প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের জয়ী দলের একমাত্র গোলদাতা নেপাল চক্রবর্তীর পরিবারের লোককে আনা হবে। বেশ এইটুকুই চমক। মরসুমের প্রথম ডার্বি জুনিয়র দল দুটো দলের খেললেও নামটা তো ইস্টবেঙ্গল আর মোহনবাগান ৬৬ হাজারের যুবভারতীর যদি ৫০ হাজার লোকও হয় তাহলেই অনেক। অন্তত ম্যাচের আগেরদিনের ছবি সেটাই বলছে। টিকিট নিয়ে উন্মাদনা কোথায়!অপরদিকে মোহনবাগান দল কলকাতা লিগকে যেমন গুরুত্ব দিচ্ছে না সেটা সকলে জানে। তবে ডার্বি বলে কথা। এদিন বিকালে যুবভারতীতে অনুশীলন করলো মোহনবাগান দল। দলের ফ্রি কিকে গোল করে বিখ্যাত শিভাজিত সিংয়ের হাটুতে চোট হালকা। তার খেলা নিয়ে সংশয়। অধিনায়ক হতে পারেন দীপেন্দু বিশ্বাস। এখনও দুটো ম্যাচে এগিয়ে থেকে জয় আসেনি। ডার্বিতে জয় চায় টিম বাগান।দলের কোচ ডেমি কার্ডজো জানালেন,’আমি ডার্বিতে দর্শকদের উন্মাদনা জানি। যে ভুলগুলো দুটো ম্যাচে হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি চাই না। আশা করছি দল ডার্বিতে ভালো খেলবে।’মোহনবাগান সচিব দেবাশিস দত্ত পুড়িতে ছুটি কাটাচ্ছেন ফলে তিনি আসবেন না।এদিকে ইস্টবেঙ্গল দল নিজেদের ঘরের মাঠেই অনুশীলন করলো। দেবজিৎ মজুমদার সহ অনেক সিনিয়রকে অনুশীলনে দেখা গেলো। তারা কি ডার্বিতে নামবেন! কোচ বিনো জর্জ বললেন,’ম্যাচের দিন ঠিক হবে। আপাতত সবাইকেই দেখে নিলাম।’ যুব লিগে ডার্বি জিতলেও কলকাতা লিগে প্রথমবার বিনো কোচিং করাবেন। বিনো বলছেন,’শততম ডার্বি হলেও ডার্বি সবসময় বড়ো লড়াই। গত দুটো ম্যাচে যেভাবে খেলেছি সেভাবে খেললে আশা করি জিততে পারব। ছেলেরা ছন্দে আছে আশা করছি ভালো ফল হবে।’