
স্পোর্টস ডেস্ক :ডার্বিতে মেরেকেটে ২ ৫ হাজার আইএফএর হিসেবে। খালি চোখে মনে হবে তারও কম। শততম কলকাতা লিগের ডার্বিতে যা খুবই খারাপ বিজ্ঞাপন। সর্বকালের ফেকাশে ডার্বিও বলছেন অনেকে। যদিও এই বিষয় নিয়ে একেবারেই ভাবছেন না আইএফএ সচিব অনির্বাণ দত্ত। বরঞ্চ
অনির্বাণ বললেন, শনিবার সকলের ছুটি নেই। তার উপর ম্যাচটি দুপুরে হচ্ছে। সে কারণেই দর্শক সংখ্যা কম। তবে আমি নিশ্চিত, এই দুই দলই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাবে। তখন যে ডার্বি হবে, তাতে প্রচুর সমর্থক আসবেন। তবে আজ খেলা শুরুর পরও কিন্তু লোক মাঠে ঢুকছেন। টিকিট অনলাইনে রাখা হয়েছিল। টিকিট ছাপানোর আগে বিভিন্ন জায়গা থেকে অনুমতি নিতে হয়। সেই পর্ব মিটিয়ে টিকিট ছেপে এসেছে কিছুটা দেরিতে। সে কারণেই অনেকে টিকিট কাটার ইচ্ছা থাকলেও পেরে ওঠেননি। টিকিট কিছুটা আগে ছেপে এলে ভালো হতো।’এদিকে ডার্বি জিতে ইস্টবেঙ্গল কোচ বললেন, ডার্বি জয় সবসময় দলের কাছে একটা বাড়তি মোটিভেশন এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’মোহনবাগান কোচ বললেন,’দুটো ড্রর পরে হার ভেঙে পড়ার কিছু নেই। খেলায় খামতি ছিল সেগুলো কাটিয়ে উঠব।’ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার যদিও জিতেও খুশি নয় রেফারি নিয়ে। ফিফা রেফারি প্রাঞ্জল বন্দোপাধ্যায়ের উদ্দেশ্য বললেন,’ম্যাচের নায়ক প্রাঞ্জল বন্দোপাধ্যায়। ওর অক্ষমতা বোঝা গেছে। অনেক বড়ো রেফারি ও। কিন্তু বড়ো ম্যাচের চাপ নিতে পারে না। আমাদের অনেক সমর্থক আগে বলেছিল ভবিষ্যতে আইএফএর সঙ্গে কথা বলব।’