
স্পোর্টস ডেস্ক :পঞ্জাবএফসি দলের ফরাসি মিডফিল্ডার মেহেদি তালালকে ২ বছরের চুক্তিতে দলে নিল ইস্টবেঙ্গল। এদিন ইমামি ইস্টবেঙ্গল থেকে তালালের দলে আসার কথা সরকারিভাবে জানানো হল। গত আইএসএলে পঞ্জাব দলের হয়ে ৬টা গোল করেন । ১০টা গোল করিয়েছেন। কলিঙ্গ কাপেও করিয়েছিলেন ২টো গোল। ৫৭ টি গোলের সুযোগ তৈরী করেন।পঞ্জাবের খারাপ পারফরমেন্স এর মাঝেও তিনি ছিলেন উজ্জ্বল। শুধু তাই নয় গত আইএসএলে সবচেয়ে বেশি ড্রিবলের রেকর্ডও রয়েছে তালালের। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তালাল বললেনন, ‘ভারতীয় ফুটবলের উন্নতিতে ইস্টবেঙ্গল ক্লাবে প্রচুর অবদান। সেই ঐতিহাসিক ক্লাবের সঙ্গে জড়াতে পেরে ভালো লাগছে। দলের সঙ্গে নেমে পড়ার জন্য মুখিয়ে আছি। আমি ক্লাবের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে চাই। আশা করছি দর্শকদের সমর্থন পাব ভালো।’তালাল দলে এসেছে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের পছন্দে।এদিন কুয়াদ্রাত বললেন,’আইএসএলে প্রথম বছর খেলতে এসেই তালাল কিন্তু নিজের প্রতিভা চিনিয়ে দিয়েছিল। ‘