
স্পোর্টস ডেস্ক :-পিভি বিষ্ণু, সায়ন বন্দোপাধ্যায়কে ছাড়াই রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল। কলকাতা লিগের ঘরের মাঠে রেলওয়ে এফসিকে ২-০ গোলে হারালো লাল হলুদ ব্রিগেড। যদিও এদিন তারা আরও বড়ো ব্যবধানেই জয় পেতে পারত। সম্ভব হয়নি রেলের গোলকিপার শুভঙ্করের একক দক্ষতায়। তার হাতে ভর করেই বিশাল ব্যবধানে হার বাঁচালো রেল।এদিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গেই ফুটবল খেলে ইস্টবেঙ্গল। তবে কিছুতেই গোল আসছিল না। প্রথমার্ধ শেষ হওয়ার অতিরিক্ত সময় গোল পায় ইস্টবেঙ্গল । লেফট উইং থেকে বিপক্ষের গোল লক্ষ্য করে ক্রস করলেন ইস্টবেঙ্গলের তরুণ খেলোয়াড় মহম্মদ মুশারফ। গোল লাইন ছেড়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন শুভঙ্কর। কিন্তু সরাসরি গোল করেন মুশারফ। ২০০২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের মিডফিল্ডার রোনাল্ডিনহোর ফ্রি-কিকে সরাসরি গোল করেন রোনাল্ডিনহো ইংল্যান্ডের গোলকিপার ডেভিড সিম্যানকে বোকা বানিয়ে ঠিক মুশারফ আর শুভঙ্করের বিষয়টা তেমনই হল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।দ্বিতীয়াধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। অবশেষে ৭০ মিনিটে কর্নার থেকে ইস্টবেঙ্গলের আদিল আমন অসাধারণ গোল করে ব্যবধান বাড়ান । ২-০ জয় দিয়েই ম্যাচ শেষ করে ইস্টবেঙ্গল । ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইস্টবেঙ্গল। ভবানীপুরেও ৬ ম্যাচে ১৬ পয়েন্ট। তবে গোল পার্থক্যতে এগিয়ে ইস্টবেঙ্গল।