
স্পোর্টস ডেস্ক ‘:টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। এদিন বৃষ্টিভেজা বারাকপুর স্টেডিয়ামে দারুন ফুটবল উপহার দেয় লাল হলুদ দল। আর জয়ের পরে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন,’কত গোলে জিতলাম সেটা ব্যাপার নয়। আরও উন্নতি করতে হবে। যে জায়গাগুলোয় খামতি আছে সেগুলো ভরাট করতে হবে আমাদের। বাইরের রাজ্য থেকে একজন স্ট্রাইকার যোগ দেবে। দল আরও শক্তিশালী হবে। ইস্টবেঙ্গল নিশ্চই কোনো টুর্নামেন্টে রানার্স হওয়ার জন্য খেলে না চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। চ্যাম্পিয়ন হতেই কলকাতা লিগে খেলছি।’ এদিন ১২ মিনিটেই, শ্যামল বেসরার গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। ৪৩ মিনিটে, ফের গোল আমান সিকে গোল করেন ।প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খেলায় ফিরে আসে টালিগঞ্জ। তাদের হয়ে একমাত্র গোলটি করেন সঞ্জয় শর্মা ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-১। তবে ৬৫ মিনিটে, পেনাল্টি পেয়ে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন জেসিন টিকে। তার কয়েক মুহূর্ত বাদে আবার গোল করেন তিনি। জেসিনের জোড়া গোলের সুবাদে, ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।এরপর ৭৯ মিনিটে, গোল করেন সুব্রত মুর্মু। এরপর অনন্থু এবং সায়ন ব্যানার্জি, দুজনেই গোল করেন।