
আমজাদ আলি শেখ,পূর্ব বর্ধমান:আবারও আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ । এবারে ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মেমারী থানার দেবীপুর পঞ্চায়েতের সীতারাম বাটি এলাকা। স্থানীয় বাসিন্দা ফুলন বিবির অভিযোগ, সরকারি আবাস যোজনার আওতায় ঘর পাওয়ার পর প্রথম কিস্তির টাকা পেয়ে নির্মাণকাজ শুরু করেছিলেন তিনি । পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকারও কাজ পরিদর্শন করেছিলেন,তারপর হঠাৎ করেই তিনি ১০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ফুলন বিবির। টাকা দিতে রাজি না হওয়ায় নানা অজুহাতে তার ঘর তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। এমনকি টাকা চাওয়ার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাংবাদিকরা প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাক্ষাৎ করেন নি এবং ফোনে মন্তব্য করতে অস্বীকার করেন।এ প্রসঙ্গে মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসন ও দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে, তৃণমূলের মেমারী ১ ব্লকের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি দাবি করেছেন, কিছু লোক পঞ্চায়েত প্রধানের নামে অপপ্রচার চালাচ্ছে এবং অভিযোগ ভিত্তিহীন।
ইতিমধ্যে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, এবং ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মেমারী।