
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর: টানা বৃষ্টির জন্য উত্তাল সমুদ্র। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার শৈলা থেকে সমুদ্রে মৎস্য শিকারে যান ছয়জন মৎস্যজীবী। আর সেদিন রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই ছয় জন মৎস্যজীবী। এরপর নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে শুরু হয়েছিল তল্লাশি। এবং নৌকাটিকে উল্টানো অবস্থায় পাওয়া যায় জুনপুটের কাছে।বুধবার বেলার দিকে ৬ জন মৎস্যজীবীকে জীবিত অবস্থায়ই উদ্ধার করা হয়েছে।