
স্পোর্টস ডেস্ক : ডার্বি হারের পরে কলকাতা লিগে জয়ের মুখ দেখলো ইস্টবেঙ্গল। বৃষ্টিভেজা কাঁদা মাঠে এদিন ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে ৪ -০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার সিক্সে লাল হলুদ ব্রিগেড। এদিন যদিও ম্যাচের প্রথমার্ধে একদমই ইস্টবেঙ্গলের চেনা ছন্দ দেখা যায়নি। বরঞ্চ বেশ নড়বড়েই লাগে। ম্যাচের ১৩ মিনিটে প্রথম কর্নার পায় ইস্টবেঙ্গল। কিন্তু মোবাশির রহমানের কর্নার একেবারে হতাশ করে । বল ক্লিয়ার করে দেয় জর্জ। ১৬ মিনিটে খোলস ছেড়ে বেরোয় ইস্টবেঙ্গল। ডানপ্রান্ত থেকে বক্সের মধ্যে পাস। প্রথম পোস্টের দিক যাওয়া ইস্টবেঙ্গল খেলোয়াড় বলটা পাননি। এরপরেই শুরু হয় প্রবল বৃষ্টি।আর ৩৬ মিনিটে একটুর জন্য গোল মিস করে ইস্টবেঙ্গল। ডানপ্রান্ত থেকে দারুণ ক্রস সৌভিক চক্রবর্তীর। বক্সের কিছুটা ভিতর থেকে হেডার। একটুর …