
স্পোর্টস ডেস্ক :”খেলোয়াড়রা এখন আর আবেগ নিয়ে খেলতে আসে না, অর্থের বিনিময়ে আসে”, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ৬৯ তম প্রতিষ্ঠা দিবসে এমনই বিস্ফোরণ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের । একইসাথে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার বদলের ইঙ্গিত দিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। এদিন দেবব্রত সরকার বললেন, এখন অর্থ সবদিক থেকে এগিয়ে। এখন ফুটবলাররা
আবেগ নিয়ে খেলতে আসে না, অর্থের বিনিময়ে আসে। সেই জিনিসটা সারা পৃথিবীতে হয়। আমাদের হয়ত বুঝতে সময় লেগেছে। কোম্পানির সঙ্গে কথা বলে জানুয়ারিতে ভালো মানের প্লেয়ার আনবো।’ এছাড়া তিনি বলেন, মোহনবাগান সাফল্য পাচ্ছে ওরা যাদের সঙ্গে সংযুক্ত করেছে তারা ৬ বছর আইএসএলে খেলেছে। আমরা ১০ কোটি টাকার দল করতাম সেখান থেকে ৪০-৫০ কোটি টাকার দলের বোঝা সামলানো সহজ নয়।’