
স্পোর্টস ডেস্কঃ রবিবার ডার্বি তথা ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল ১-০ গোলে হেরে যায় মোহনবাগানের বিরুদ্ধে। আর ম্যাচের শেষে যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন কাঁদাপাড়া চত্বরে ইস্টবেঙ্গল সমর্থকরা বাড়ি ফেরার পথে তাদের উপর ইঁট, লাঠি, রড নিয়ে হামলা, গাড়ি ভাঙচুর, জোর করে ক্লাব জার্সি খুলে ও ক্লাব পতাকা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা, মহিলা সমর্থকদের অকথ্য ভাষায় আক্রমণ এবং তাদের গায়ে হাত তোলার চেষ্টা করেন মোহনবাগান সমর্থকেরাI সেই সব টুকরো টুকরো ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দ্বারস্থ লাল হলুদ কর্তারা। সোমবার ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ঘটনায় সরাসরি মোহনবাগানের দিকে অভিযোগের আঙুল তুলে ইস্টবেঙ্গল কর্তারা রবিবারের রাতের বেশ কিছু ভিডিয়ো ফুটেজও দেখান।
লাল হলুদ কর্তারা বলেন মোহনবাগান কর্তাদের প্ররোচনামূলক মন্তব্যের জন্যই কি রক্ত ঝরছে ময়দানে? তবে বিধাননগর পুলিশ কমিশনারেটের ব্যর্থতায় এই ঘটনা আটকানো যাচ্ছে না। বিষয়টি দেখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চায় ইস্টবেঙ্গল ক্লাব।একইসঙ্গে বিধাননগরের বিধায়ক সুজিত বসু আর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও ঘটনাটি জানানো হবে। বিধাননগর পুলিশ কমিশনারেটকে চিঠি দেওয়াও হবে বলে জানানো হবে ।