
স্পোর্টস ডেস্ক : গঠিত হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের নতুন কমিটি। কমিটিতে যুগ্ম সচিব থেকে সচিব হলেন রূপক সাহা। তিনি এলেন কল্যাণ মজুমদারের জায়গায়। প্রণব দাশগুপ্তর জায়গায় নতুন সভাপতি হলেন মুরারি লাল লোহিয়া । তবে পরামর্শদাতা হিসেবে থাকবেন প্রণব দাশগুপ্ত। আর সচিব থেকে সহ সভাপতি হলেন কল্যাণ মজুমদার। বাকি সহ সভাপতিরা হলেন অজয় কৃষ্ণ চট্টোপাধ্যায়, শঙ্কর বাগড়ি,শুভাশিস চক্রবর্তী, রাহুল টোডি, কল্যাণ মজুমদার, সহ সচিব হলেন শান্তিরঞ্জন দাশগুপ্ত, সদানান্দ মুখার্জী, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, টেনিস সচিব ইন্দ্রনীল গুহ, রজত গুহ মাঠ সচিব। এছাড়া কার্যকরী কমিটিতে এলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী।এছাড়া কার্যকরী কমিটিতে আছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার সহ সুবীর গঙ্গোপাধ্যায়, বাবু ভট্টাচাৰ্য, সিদার্থ সরকার, বিশ্বজিৎ মজুমদার, অরিত্র রায় চৌধুরী, তমাল ঘোষাল, বেণীমাধব ভট্টাচাৰ্য, মলি গঙ্গোপাধ্যায়,দেবাশিস বসু, বিপ্লব পাল সহ বাকিরা।কার্যকরী কমিটিতে এসে ঝুলন গোস্বামী জানালেন,’আমি কখনও ভাবিনি এমন একটা সম্মান পাব। এর জন্য ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ। আমার সীমিত অভিজ্ঞতা দিয়ে ক্লাবকে সাহায্য করার চেষ্টা করব। ইস্টবেঙ্গলের ফুটবল, ক্রিকেট টিম, হকি, টেনিস সব বিভাগে ক্লাব উন্নতি করুক সেটাই চাই। জয় ইস্টবেঙ্গল।’ বিদায়ী সভাপতি প্রণব দাশগুপ্ত জানালেন,’৩০ বছর আছি রক্ত ইস্টবেঙ্গল। সব ভালো জিনিসের শেষ আছে। গত ৫ বছর ধরে বলে এসেছি আমার জায়গায় কাউকে আনতে। আমার থেকে ছোট যোগ্য কাউকে আনতে। আমি খুব খুশি মুরালিকে আনা হয়েছে। পল্টু দার ভালো বন্ধু ছিল। উনি আমাদের দেশের একজন বড় শিল্পপতিও। সত্যি খুব ভালো বিষয়। আমি পরামর্শদাতা হিসেবে বলব কম শুনব বেশি।’ক্লাবের নতুন সভাপতি মুরারি লাল লোহিয়া জানালেন,’আমি এমন একটা চেয়ার পেলাম বুঝতে পারছি না কী করব। তবে এশিয়ার অন্যতম সেরা ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক ছিলাম মাউন্টেন পুলিশের তারা খাওয়া মনে আছে। পল্টু দার সঙ্গে যেমন ভালো সম্পর্ক ছিল তেমনই ভালো সম্পর্ক দেবব্রত সরকারের সঙ্গে। আমি কয়েকমাস আগেই বলেছিলাম যদি কিছু সাহায্য করতে পারি আর ওরা আমাকে এই সম্মান দিল। ইস্টবেঙ্গলকে এশিয়ার সেরা কাপ করতে চাই আমি।’বিদায়ী সচিব কল্যাণ মজুমদারের কথায়,’২২ বছর ক্লাবে ছিলাম সচিব হিসেবে অনেক ভুল হয়েছে রাগারাগি হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া বাঁচতে পারব না। তাই ক্লাবের সহ সভাপতি থাকলাম। ইস্টবেঙ্গল ক্লাব আমার হৃদয়ে হৃদয় যতদিন ইস্টবেঙ্গল ততদিন।’নতুন সচিব রূপক সাহা বললেন,’ইস্টবেঙ্গল ক্লাবের আবেগ ঐতিহ্য আমরা বজায় রাখব। আর্থিক প্রতিকূলতা এই নতুন কমিটি কাটিয়ে উঠবে। আইএসএলে আরও ভালো দল বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে আমরা করব।’