
স্পোর্টস ডেস্ক: খারাপ খবর কলকাতা ময়দানে। প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবল সচিব প্রবাদপ্রতিম অজয় শ্রীমাণি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন বয়স জনিত কারণে অসুস্থ ছিলেন। তবে ইস্টবেঙ্গল অন্তঃ প্রাণ মানুষটি এই সময়েও লাল হলুদের ম্যাচ হলে টিভিতে চোখ রাখতেন।
১৯৭০-৭৫ সাল পর্যন্ত ক্লাবের কর্তা ছিলেন । তাঁর সময়েই ইস্টবেঙ্গল টানা পাঁচ বার কলকাতা লিগ জিতেছে। পাস ক্লাব, পিয়ং ইয়ংয়ের মতো বিদেশি ক্লাবকে উড়িয়ে দেন । শিল্ড ফাইনালে মোহনবাগানকে ৫ গোলে হারায় তার আমলেই।তার সঙ্গে পিকে ব্যানার্জীর সম্পর্ক খুব ভালো ছিল।১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ফেরানো হয় ইস্টবেঙ্গলে। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নিয়েছিল ইস্টবেঙ্গল।
দল গঠনে কোনো আপোষ করতেন না। টানা ৫ বার লিগ জয়ের পরে নিজের খরচে লাল-হলুদের প্রত্যেক ফুটবলারকে সোনার আংটি কিনে দিয়েছিলেন। প্রতিভা চিনতে ভুল করতেন না। তাঁর দলগঠনের নৈপুণ্যই ইস্টবেঙ্গলকে সেই বছরগুলিতে সাফল্যের পথ দেখিয়েছিল। এদিন ক্লাবের তরফ থেকে শ্রদ্ধা জানানো হয় তাকে।