
স্পোর্টস ডেস্ক :কলকাতা ডার্বি জয় ইস্টবেঙ্গলের। তবে ছোটদের। মোহনবাগানের ঘরেই তাদের ৪-০ গোলে হারাল লাল হলুদ। এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মোহনবাগান সমর্থকদের টিফো টানানো। তখন দ্বিতীয় অর্ধের খেলা সবে শুরু হয়েছে মোহনবাগান গ্যালারি থেকে সমর্থকরা ইস্টবেঙ্গলকে টার্গেট করে একটি টিফো নামায়। যেটাতে লেখা ছিল ‘ডার্বির টাকা চোর’। এই টিফো নামানোর ৫ মিনিটের মধ্যেই তিন গোল করে ইস্টবেঙ্গল। এ যেন গ্যালারির টিফোর উত্তরটা খেলা দিয়ে দিল লাল হলুদ।
ম্যাচের শুরুতেই মোহনবাগ্নের পবিত্র মান্ডি পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে ইস্টবেঙ্গলকে। পেনাল্টি থেকে গোল করেন লাল হলুদ অধিনায়ক গুণরাজ সিং গ্রেওয়াল। তারপর থেকে প্রথমার্ধে মোহনবাগান ইস্টবেঙ্গলকে বেশ চাপেই রেখেছিল। বার বার আক্রমণ করেছিল সবুজ মেরুন বক্সে। কিন্তু গোলের কাছে ফিনিশিংটা ঠিক করতে পারছিল না তারা। সেটাই আজ মোহনবাগানের তরী ডোবাল।
দিত্বীয়ার্ধেরও শুরুর ৫ মিনিটের মধ্যে পরপর তিনটি গোল করে ব্যবধান অনেকটা বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। গোল করেন দিপু সর্দার, অ্যালফ্রেড, দেবজিৎ রায়। এরপর আবার মোহনবাগান আক্রমণ শুরু করে কিন্তু গোল করতে সক্ষম হয়নি প্রীতমরা।
ম্যাচের শেষে মোহন বাগান কোচ বাস্তব রায়ও মেনে নিলেন যে ইস্টবেঙ্গলের থেকে শারীরিক জোরে অনেকটাই পিছিয়ে মোহনবাগান। কোচ বাস্তব রায়ের দলে আরো একটি সমস্যা হল অভিজ্ঞতার অভাব। সেকথা তিনি নিজেই মেনে নিলেন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর। তাছাড়া জয়ের পরও পুরোপুরি আত্মতুষ্টিতে ভুগছেন না ইস্টবেঙ্গল কোচ বরুন সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, আমাদের এখনো অনেক কিছু বিষয়ে উন্নতি করতে হবে। তবে এটা একটা বড় ম্যাচ। আমরা ডার্বি জিতেছি এটা খুবই আনন্দের।”