
স্পোর্টস ডেস্ক :ছোটদের ডার্বি ড্র করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে অনূর্ধ্ব-১৭ ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল লাল-হলুদ বাহিনী। দুই পক্ষের কেউই গোলমুখ খুলতে না পারায় গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ময়দানের দুই প্রধানকে।
মঙ্গলবার ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বল দখলের লড়াই থেকে শুরু করে আক্রমণ-প্রতি আক্রমণ -একাধিক বিষয়ে ইস্টবেঙ্গল’কে টেক্কা দিতে শুরু করে সবুজ-মেরুন। কিন্তু ইস্টবেঙ্গল গোলরক্ষক দীপ বর্মনের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে গোল হজম করতে হয়নি লাল-হলুদ’কে। প্রথমার্ধে মোহনবাগান’কে চাপে রাখছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে নিজেদের দলের ফুটবলারদের ব্যর্থতায় সুযোগ পেয়ে যাচ্ছিল মোহনবাগান। যদিও শেষ পর্যন্ত গোল দিতে পারেনি সবুজ-মেরুন ফুটবলাররা। এর ফলে গোলশূন্য অবস্থায় নির্ধারিত সময়ের পর শেষ বাঁশি বাজিয়ে ম্যাচ শেষ করেন রেফারি।