
স্পোর্টস ডেস্ক : ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলের এই মুহূর্তে নয়নের মণি। প্রতি ম্যাচে নিজেকে নতুন ম্যাচে প্রমাণ করছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আর ম্যাচ শেষ হতেই ক্লেটনকে বুকে জড়িয়ে ধরলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সমর্থকদের ভালবাসার জোয়ারে ভাসলেন । ক্লেটন বললেন, “আমি ম্যাচ জেতায় খুশি। সবাই এই ডার্বির গুরুত্ব জানে। তবে তিন পয়েন্ট পেয়ে আমি সবচেয়ে খুশি। আমরা পরের রাউন্ডে। সেমিফাইনাল খেলব। শুধুমাত্র আমার জন্য নয়, দলের সবার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভাল খেলতে পেরে খুশি। আমি সব ম্যাচেই গোল করতে চাই। জানি ডার্বি সবসময়ই স্পেশাল। কিন্তু এটা আমার কেরিয়ারে আর পাঁচটা গোলের মতোই আরও একটা গোল।”ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত আবার বললেন,ক্লেটন আদর্শ ক্যাপ্টেন। স্মার্ট, বুদ্ধিসম্পন্ন স্ট্রাইকার। ক্রমাগত গোলের চেষ্টা করে। বক্সের মধ্যে সুযোগের সন্ধানে থাকে। আগের ম্যাচে গোল না পেলেও বারবার উঠে এসে বিপক্ষকে বিপদে ফেলছিল। ও এমন একজন প্লেয়ার যে যেকোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। ওর পারফরম্যান্স আমি ভীষণই খুশি। বোরহাও নিজের সেরা ম্যাচ খেলেছে। আমরা জানতাম কোথায় ফাঁকা জায়গা আছে, সেটাই কাজে লাগিয়েছি।”