
স্পোর্টস ডেস্ক :এক আধটা নয় তিনটে নিশ্চিত পেনাল্টি ওড়িশা এফসি ম্যাচে পায়নি ইস্টবেঙ্গল। ফলস্বরূপ ওড়িশা ম্যাচ ড্র করে পয়েন্ট হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের। আর এই এই বিষয় মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। এদিন তারা ক্লাবের সামনে বিক্ষোভ দেখান যে তাঁদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এদিন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, ওডিশা এফসি’র সাথে আই.এস.এল’র ম্যাচে কিভাবে আমরা রেফারির দ্বারা বঞ্চিত হয়েছি, তার ভিডিও অংশ গুলো তুলে ধরা হলো I তবে শুধু কাল ই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই বিভিন্ন ম্যাচে রেফারির অন্যায্য সিদ্ধান্তের স্বীকার হতে হয়েছে আমাদের I আজ শহরের বিভিন্ন প্রান্তে রেফারির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়েছে I আমরা চাই ফুটবল নিয়ামক সংস্থা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক নতুবা এরকম চলতে থাকলে অচিরেই বাংলা তথা ভারতীয় ফুটবলের শেষনিশ্বাস দেখতে পাবো I ‘ এদিকে ফেডারেশনকে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব থেকে জানানো হয়,গত কয়েক মরসুমে রেফারিং নিয়ে আমরা বারবার চিঠি পাঠিয়েছি। কিন্তুব কোনও লাভ হয়নি অতীতে। কিন্তু রেফারিংয়ের মান যে ভাবে পড়ছে, তাতে ফুটবল প্রভাবিত হচ্ছে। এটা দিনের পর মেনে নিতে হচ্ছে। এ ভাবে চলতে পারে না। আইএসএলের মতো টুর্নামেন্টে এমন জঘন্য রেফারিং বন্ধ করতেই হবে।’