
স্পোর্টস ডেস্ক : সুপার কাপে গ্রুপ পর্বের টানা দু’ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। রবিবার শ্রীনিধি এফসি–কে ইস্টবেঙ্গল হারাল ২–১ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন হিজাজি মাহের এবং সিভেরিও। শেষ মুহূর্তে শ্রীনিধির হয়ে ব্যবধান কমান উইলিয়াম। রবিবারের পরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্ট এবং গোল পার্থক্য সমান। তবে বেশি গোল দেওয়ার সুবাদে ইস্টবেঙ্গল গ্রুপের শীর্ষে। অর্থাৎ বড় ম্যাচে ড্র করলেই তারা সেমিফাইনালে চলে যাবে। কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। হায়দরাবাদের বিরুদ্ধে রক্ষণ নড়বড়ে থাকলেও, শ্রীনিধি ম্যাচে সেই সমস্যা দেখা গেল না। বেশ পরিচ্ছন্ন ফুটবল উপহার দিল লাল–হলুদ। এদিন মাঠে বসেই ইস্টবেঙ্গলের জয় দেখলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ডার্বিতে কে জিতবে! লাল হলুদ কর্তা বললেন,’ইস্টবেঙ্গলের যা নাম পরপর ৭০ টা ম্যাচে জেতা উচিত। তবে ডার্বির দিনের সকালটা প্লেয়ায়দের চাপ নেওয়ার মানসিকতার ওপর নির্ভর করে ম্যাচটা কে জিতবে। মস্তানি যে করতে পারবে সে জিতবে। আমার ছেলেরা মস্তানি করতে পারলে আমার ছেলেরা জিতবে।’রবিবার সন্ধ্যার ম্যাচে ইস্টবেঙ্গল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে শ্রীনিধি ডেকানের ওপর এবং ১২ মিনিটের মাথাতেই প্রথম গোল পেয়ে যায়। সেন্টার লাইনের সামনে ফ্রি কিকে বল পেয়ে বক্সের বাইরে হিজাজি মাহেরের উদ্দেশ্যে লম্বা ক্রস পাঠান নিশু কুমার। দুর্দান্ত হেডে দ্বিতীয় পোস্টের দিক দিয়ে বল জালে জড়াতে কোনও ভুল করেননি জর্ডনের ডিফেন্ডার।