
স্পোর্টস ডেস্ক :ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে কষ্টকর জয় পেলো ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচে মহিতোষের শেষমুহূর্তের গোলে মান বাঁচলো লাল হলুদ ব্রিগেডের।-ম্যাচের ৭ মিনিটে ফ্রি কিক থেকে একটি শট নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই বল কাস্টমসের ফুটবলাররা আটকে দেন। তবে লাল হলুদ ফুটবলাররা হ্যান্ডবলের পেনাল্টি চান । তবে রেফারি দেয়নি পেনাল্টি। ১৬ মিনিটে কাস্টমসের সুরজিৎ দারুণ আক্রমণ করেন কিন্তু গোলের মুখ খোলেনি।। ৩৬ মিনিটে দারুণ একটা শট নিয়েছিল কাস্টমস। কিন্তু বেঁচে যায় ইস্টবেঙ্গল। বল বক্সের বাইরে থেকে ইস্টবেঙ্গলের ক্রসবারে লাগে। প্রথমার্ধ গোলশুন্যই ছিল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ইস্টবেঙ্গলের উপর চাপ বাড়ায় কাস্টমস। তবে গোলের মুখ খুলতে পারছিল না। ক্যালকাটা কাস্টমসের বিষ্ণু ফাঁকায় গোল পেয়ে গিয়েছিলেন। কিন্তু লাল হলুদ গোলকিপার আদিত্য পাত্র দারুণ সেভ দিয়ে বাঁচিয়ে দেন। ম্যাচের ৬২ মিনিটে ফের গোলেরসুযোগ নষ্ট করে কাস্টমস। এরপরে তিনটে পরিবর্তন করে ইস্টবেঙ্গল। ৭১ মিনিটে দুটো হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান কাস্টমসের বিশ্বজিৎ হেমব্রম। ৮০ মিনিটে ম্যাচের প্রথম কর্ণার পেল ক্যালকাটা কাস্টমস। কিন্তু গোল আসেনি। ৮৭ মিনিটে মহিতোষের চোখধাঁধানো গোলে ম্যাচ গোলের খাতা খোলে ইস্টবেঙ্গল।এরপর ম্যাচে অতিরিক্ত ৮ মিনিট সময় দেওয়া হয়। আর তাতেই ইস্টবেঙ্গলের সমস্যা তৈরী হতে যাচ্ছিল। একটুর জন্য ৯৪ মিনিটে গোল দিতে পারলো না কাস্টমস। জয় পেয়েই কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল।