
স্পোর্টস ডেস্ক :সোমবার আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাই এফসি। তবে যুবভারতীতে নামার আগে লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাতের চিন্তা যতটা না চেন্নাই তার থেকে বেশি রেফারি। ডার্বিতে খারাপ রেফারি থেকে গোটা টুর্নামেন্টে ইস্টবেঙ্গলকে খারাপ রেফারির শিকার হতে হয়েছে। এই নিয়ে লাল হলুদ কোচ জানালেন,’বিশ্বের অনেক দেশেই খারাপ রেফারিং রয়েছে। স্পেনেও এই মরসুমে খারাপ রেফারিং নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভারতে যে রেফারিদের কমিটি রয়েছে তাদের একটা কথা বুঝতে হবে, ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফুটবলারেরা। কোচ বা রেফারিরা নয়। ফুটবলারেরাই খেলাটা খেলে।আমি যখন ঘুমাই, তখন আমি দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নের মধ্যেই থাকেন রেফারি রাহুলকুমার গুপ্তা । যিনি ক্রিস্টাল জনকে ব্যাখ্যা করছেন যে কেন নন্দকুমারের ক্ষেত্রে ফাউল দেননি এবং খেলা চালিয়ে গিয়েছেন। একই ঘটনা ঘটেছিল মোহনবাগান ম্যাচে। আমরা ম্যাচের পর ম্যাচ খারাপ রেফারিংয়েরশিকার হচ্ছি।ভারতীয় ফুটবলের সঙ্গে আমি ১০ বছরের উপর যুক্ত। ভারতীয় ফুটবলের মান আগের থেকে অনেক উন্নত হয়েছে। অনেক ভাল খেলোয়াড়েরা জাতীয় দলে খেলছে। কিন্তু রেফারিদের এক ফোঁটাও উন্নতি হয়নি। প্রত্যেকটা ম্যাচে খারাপ রেফারিং প্রভাব ফেলছে। আমাদের সঙ্গেই অন্তত পাঁচটা ম্যাচে হয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত ফলাফল বদলে দিতে পারে। ওড়িশা ম্যাচে দু’বার আমরা পেনাল্টি পেতে পারতাম। রেফারি দেননি। আমরা দু’পয়েন্ট হারাই। রেফারিদের বুঝতে হবে তাঁদের সিদ্ধান্তর উপর প্লেয়ার থেকে শুরু করে কোচের ভবিষ্যত নির্ভর করে। আর টুর্নামেন্ট কমিটিকেও টুর্নামেন্ট শুরুর আগে রেফারিদের নিয়ে ক্লাস নিতে হবে।’