
স্পোর্টস ডেস্ক :আগামী ১০ জুলাই ঘরের মাঠে কলকাতা লিগ শুরু করার কথা ইস্টবেঙ্গলের। এই দিন পশ্চিমবঙ্গ পুলিশের মুখোমুখি হবে তারা। কিন্তু রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। আর ১১ তারিখ ভোটের রেজাল্ট বেরোবে সেই কারণে পুলিশের নিরাপত্তা পাওয়া নিয়ে প্রশ্ন থাকছে। সেই কারণে সেই ম্যাচ সম্ভবত পিছিয়ে যাচ্ছে। এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন, এটা ঠিক। একদম প্রাসঙ্গিক কারণ। তবে ম্যাচটা পিছিয়ে গেলে পরবর্তী সময়ে দিন ঠিক করে হবে।’১০ জুলাই না হলে ইস্টবেঙ্গল ১৩ তারিখ রেনবোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগের অভিযান শুরু করবে।ইতিমধ্যেই বিনো।জর্জ এর অধীনে অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল। শেষবার ২০১৭ সালে ঘরোয়া লিগ এসেছিল ইস্টবেঙ্গলে। এবার ট্রফি তুলতে মরিয়া লাল হলুদ ব্রিগেড।আইএসএলে অনেকটা সময় হয়ে গেল ইস্টবেঙ্গলের। যদিও সাফল্য মিলছে না কিছুতেই। গত মরসুমেও ইনভেস্টর সমস্যায় পড়েছিল লাল-হলুদ। শেষ মুহূর্তে ইনভেস্টর পাওয়া যায়। তড়িঘড়ি দল তৈরি হয়। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি ততদিনে দল গুছিয়ে নিয়েছে। ফলে বেশির ভাগ পছন্দের ফুটবলারকেই পায়নি ইস্টবেঙ্গল। শুধুমাত্র এটাই সমস্যা ছিল তা নয়। ক্লাবও বারবার বলে এসেছে, বাজেটের কথা। ইনভেস্টরের তরফে যে টাকা খরচ করা হচ্ছিল, তা দিয়ে শক্তিশালী দল গড়া কঠিন, এমন তথ্যও উঠে এসেছে। এ বার অনেক আগে ভাগেই দল গোছানোর দিকে মন দিয়েছে ইস্টবেঙ্গল। ইনভেস্টরদের থেকে যা অর্থ আসছে, পাশাপাশি বিভিন্ন স্পনসরদের থেকেও আর্থিক সহযোগিতা আশা করেছিল ইস্টবেঙ্গল। পাশাপাশি উদ্যোগ নেওয়া হয় ক্রাউড ফান্ডিংয়েরও। কিছু ক্ষেত্রে তীক্ত অভিজ্ঞতা হলেও এই পন্থায় সাড়া মিলছে। প্রশ্ন, এ বার কতটা শক্তিশালী দল গড়তে পারবে ইস্টবেঙ্গল।