
স্পোর্টস ডেস্ক :—এবার মোহনবাগান ক্লাবকে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সঙ্গে চুক্তিকে কটাক্ষ করে এদিন লাল হলুদ শীর্ষকর্তা এক সাক্ষাৎকারে বললেন,’একটা কথা বলে দিই এই প্রতিষ্ঠানকে যারা এগিয়ে নিয়ে গেছে রক্ত দিয়ে। নিজের পরিবারের জীবন দিয়ে। পরবর্তী সময়ে যারা চালিয়েছে তারাও সেটা করেছে। আমরা সেই প্রতিষ্ঠানকে একজনের হাতে তুলে দেওয়ার অধিকারী নই পারি না আমরা।আমাদের পূর্বসূরীদের রক্ত আছে এখানে। আমরা চাইছি তেমন একটা চুক্তি হোক। ওই ক্লাবের (মোহনবাগানের )ওটা আছে কি! আমাদের আছে। বুক বাজিয়ে বলতে পারি আমাদের আছে। ওরা সাংবাদিক সম্মেলন করুক আমি থাকব। বা আমাকে করতে বলুক ওরা আসুক। দুই ক্লাবের সমর্থকদের সামনে দুই ক্লাবের চুক্তি সামনে আসবে। চ্যালেঞ্জ করছি। আমি এটুকু বলতে পারি আমরা আমাদের সমর্থকদের ঠকাইনি।’ তবে ইমামি বা শ্রী সিমেন্ট কে ইনভেস্টর হিসেবে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই বিষয়ে দেবব্রত সরকার বললেন,’মুখ্যমন্ত্রী নিজেও আমাদের সমর্থন করেছে। আমি মুখ্যমন্ত্রীকে কোনো রাজনীতি দল না করে বলেছি আপনি যেমন বাংলা বিক্রি করবেন না আমরাও ক্লাব বিক্রি করব না। আর মুখ্যমন্ত্রী কেনো সব দলের সব রাজনৈতিক নেতারা অতীতে আমাদের পাশে থেকেছে অতীতে সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী,মদন মিত্ররা, গনি খান চৌধুরী, সৌমেন মিত্ররা। তেমনই এখন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা থাকছে। আমাদের ক্লাবে কোনো রাজনৈতিক রঙ নেই। রঙ একটাই লাল -হলুদ স্পোর্টস।’