
স্পোর্টস ডেস্ক : প্রায় ৫৫ মাস পর শনিবার ডার্বির সেই চেনা ছবি দেখা গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতার দুই ফুটবল-দৈত্যের মধ্যে তুমুল ফুটবল যুদ্ধ দেখলেন গ্যালারিতে উপস্থিত হাজার পঞ্চাশ দর্শক। শেষ পর্যন্ত ১-০-য় জিতে শেষ হাসি হাসল লাল-হলুদ বাহিনী। গ্যালারিতে শুরু হল বাঁধভাঙা উল্লাস। মুষলাধার বৃষ্টি উপেক্ষা করেই মাঠের মধ্যে ঢুকেও পড়লেন অনেকেই।ইস্টবেঙ্গলে যেন অকাল বসন্ত। ৪ বছর পরে ডার্বি জয়ের পরেরদিনই অর্থাৎ ১৩ই আগস্ট , ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৪ তম জন্মদিন। সেই স্মরণে প্রতিবারের মত এদিনও “স্পোর্টস ডে” পালিত হল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। এই উপলক্ষে ক্লাবে সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ক্লাবের প্রাক্তন খেলোয়াড়, রিজার্ভ টিমের খেলোয়াড়রা দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং ক্লাব পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন ক্লাবের কর্মসমিতির সদস্যগণ ও সমর্থকরা ।
এর পাশাপাশি ক্লাব তাঁবুতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির হয়।
বিকেল ৪.০০ তে থেকে অনুষ্ঠানে আই.এফ.এ.পরিচালিত পঞ্চম ডিভিশনের ক্লাবগুলোর হাতে ফুটবল তুলে দেওয়া হবে এবং প্রথম থেকে পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড়দের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হবে।