
স্পোর্টস ডেস্ক :রেলের গতি আটকে ৪ বছর পর নেমে ৫ গোল ইস্টবেঙ্গলের —-৪ বছর পরে ঘরের মাঠে নেমে ৫ গোল। ইস্টার্ন রেলকে ৫ -১ গোলে হারালো লাল হলুদ ব্রিগেড। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ নির্ভর ফুটবল খেলতে শুরু করে বিনো জর্জ এর ছেলেরা। ম্যাচের ২০ মিনিটে ফ্রি কিক থেকে শট নেন দীপ সাহা কিন্তু গোলরক্ষক আটকে দিলেন ফিরতি বল থেকে গোল করলেন অভিষেক কুঞ্জন। এরপর ম্যাচের ৩১ মিনিটে রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করলেন লাল হলুদের গিল। ম্যাচের ৩৫ মিনিটে আবার – সেই একই ভুল করল ইস্টার্ন রেলের ডিফেন্স। লাল হলুদের হয়ে গোল করেন আমান। দ্বিতীয়ার্ধর শুরুতে ৫১ মিনিটে কর্নার থেকে দুর্দন্ত শট। ইস্টবেঙ্গলের ভুল বোঝাবুঝি ফলে গোল করে দলের ব্যবধান কমালেন দীব্যন্দু চান্ডা। এরপর আবার লাল হলুদ গোলের সুযোগ পায় কিন্তু মিস করে। তবে ৭৮ মিনিটে ফের গোল করলেন ইস্টবেঙ্গলের আমান। রেলের ডিফেন্সকে বোকা বানালেনই নয়, বিপক্ষ দলের গোলরক্ষককে চমকে দিকে গোল করলেন আমান।তার ১০ মিনিট পরেই ৮৮ মিনিটে দলের পঞ্চম গোলটি কররেন রাজিবুল মিস্ত্রি। ৫ -১ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ল শতবর্ষ প্রাচীন ক্লাব। ম্যাচের শেষে উচ্ছাসে ভেসে গেলো লাল হলুদ সমর্থকরা। গ্যালারি টপকে মাঠে ঢুকলেন। ফুটবলারদের সঙ্গে ছবি তুললেন।