
স্পোর্টস ডেস্ক :১লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ ৩১ শে জুলাই, ২০২৩, বাংলাদেশ থেকে আগত ক্লাবের প্রাক্তন খেলোয়াড় প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম, পুত্র আজমান সালিদ, প্রাক্তন খেলোয়াড় আসলাম ও ঘাউস, সাথে বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সভাপতি হারুনুর রশিদ ও বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী মেহরিন মাহমুদের উপস্থিতিতে ক্লাব তাঁবুতে এক আবেগঘন সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে ১৯৯১ ও ১৯৯৩ সালে প্রয়াত মুন্নার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের যে সকল খেলোয়াড় খেলেছিলেন তাদের অনেকেই উপস্থিত ছিলেন I ছিলেন ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, তরুণ দে, বিকাশ পাঁজি, অলোক মুখার্জি, প্রশান্ত ব্যানার্জি সহ আরো অনেকে I প্রয়াত মুন্নার পরিবার এবং সহ খেলোয়াড়দের আলাপচারিতা ফিরিয়ে নিয়ে গিয়েছিলো তিন দশক আগের সেই সোনালী ইতিহাসের দিনগুলিতে। সত্যি, ‘ফুটবলই পারে দেশকালের সীমানা ভেঙে দিতে’।