
স্পোর্টস ডেস্ক :আগামী ১০ মার্চ আইএসএলের ফিরতি ডার্বি। আর সেইদিনেই তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ফলে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থাকবেই। এই ডার্বির আয়োজন ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন , ‘ব্রিগেড হবে দিনের বেলায়। আর ম্যাচ তো সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। আশা করছি, কোনও সমস্যা হবে না। তবুও আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব।’ রাজ্য ক্রীড়া দপ্তরও সুষ্ঠুভাবে দু’টি ইভেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর। এদিন লাল হলুদ শীর্ষকর্তা আরও বলেন,’সুপার কাপ ডার্বি আমরা জিতেছি। আইএসএলের গত ডার্বিতে আমাদের জেতা ম্যাচে কীভাবে রেফারি আমাদের আটকে দিয়েছে সেটাও আমরা দেখেছি। আর কিছু বলবো না।’