
স্পোর্টস ডেস্ক :———-জিতলেও অনেক অঙ্কর দিকে তাকিয়ে থাকতে হত। কিন্ত জেতা হল না। ফলে দিল্লিতে পঞ্জাব এফসি কাছে ৪-১ গোলে হেরে আইএসএল থেকে ছুটি ইস্টবেঙ্গলের। এদিন গোলে প্রভুশেখন গিল আর সৌভিক চক্রবর্তীর না থাকাটা ফ্যাক্টর হল লাল হলুদের। একইসঙ্গে এদিন ফের খারাপ রেফারির শিকার ইস্টবেঙ্গল। পঞ্জাব গোলকিপারকে নিশ্চিত লাল কার্ড দেখায়নি রেফারি। ফলে এই মরসুমে আইএসএল শেষ ইস্টবেঙ্গলের। যদিও হতাশ নন লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত। ম্যাচের পরে তিনি বললেন,’শুরুটা আমরা ভালই করেছিলাম। বেশ কয়েকটা গোলের সুযোগও তৈরি করেছিলাম, তার মধ্যে কয়েকটা হাফ চান্সও ছিল। শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের। ওরা প্রথমে গোল করার পরও আমাদের ছেলেদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল। আমরা সমতা আনি। দ্বিতীয় গোলটা খুবই দুর্ভাগ্যজনক। যার ফলে আমাদের পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়। তাও চেষ্টা করেছিলাম। কিন্তু আজ আমাদের ছেলেরা ক্লান্ত ছিল। কারণ, সাত দিনে তৃতীয় ম্যাচ খেলতে হয়েছে আমাদের”। ডুরান্ড কাপ রানার্স সুপার কাপ জয় আর আইএসএল ইতিহাসে নিজেদের সবচেয়ে ভালো পারফরমেন্স। স্বাভাবিকভাবেই গর্বিত কুয়াদ্রাত। তার কথায়,য়ে , “গত তিন মরসুমে ক্লাবের পারফরম্যান্স যে রকম নেতিবাচক হয়, তাতে পরিবর্তন আনার জন্যই আমার এখানে আসা। সে দিক থেকে দেখতে গেলে আমি খুশি যে অনেক কিছুই পরিবর্তন এসেছে। আইএসএলে আমাদের সবচেয়ে ভাল পারফরম্যান্স এই মরশুমেই হয়েছে। বহুকাল পর আমরা ট্রফি জয়ের জন্য লড়েছি, ট্রফি জিতেওছি। গত পাঁচ বছর আমরা কোনও ফাইনালে উঠতে পারিনি। এ বার উঠেছি এবং চ্যাম্পিয়নও হয়েছি। এশীয় স্তরের টুর্নামেন্টে খেলার সুযোগও অর্জন করেছি। ভবিষ্যতের কথা ভেবে অনেক তরুণ ফুটবলারকে প্রথম দলে খেলার সুযোগ দেওয়া হয়েছে।
আমরা নতুন করে শুরু করার দিকে এগোচ্ছি। পরের মরসুমের জন্য পরিকল্পনা তৈরি করা শুরু করে দিয়েছি। পরের মরসুমের জন্য এমন একটা স্কোয়াড তৈরি করতে হবে, যা আমাদের আইএসএল প্লে-অফে পৌঁছে দিতে পারবে এবং খেতাবি লড়াইয়ে দলকে জেতাতে পারবে।’