
স্পোর্টস ডেস্ক :আগামী ২৫ নভেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএলের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তার আগে নিজেদের হোম কিট প্রকাশ করল লাল হলুদ ব্রিগেড। এদিন এক ভিডিও বার্তায় সেটা প্রকাশ করা হল।ভিডিওতে দেখা যাচ্ছে সমর্থকরা ক্লাবের গ্যালারিতে অপেক্ষা করছেন। আর হাতে মশাল নিয়ে মাঠে প্রবেশ করছেন দলের স্তম্ভ ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভা। এরপর এক এক করে সমর্থকরা গ্যালারি থেকে মশাল নিয়ে নেমে এলেন।’
যদিও হোম জার্সিতে চমক নেই। চিরাচরিত ডিজাইন রাখা হয়েছে। জার্সির সামনে ডান দিকে লাল আর বাম দিকে হলুদ। জার্সির ডান হাতে লাল ও হলুদ রং মেশানো এবং বামদিকের হাতেও এক। জার্সির গায়ে দুই পাশে একদিকে হলুদ ও অপরদিকে লাল রং। জার্সির সামনে পিছনে ইস্টবেঙ্গলের নতুন স্পনসর ব্যাটারির নাম লেখা। জার্সির পিছনেও একই ডিজাইন রাখা হয়েছে। এছাড়াও জার্সিতে ইনভেস্টর ইমামির নামও আছে । প্যান্টের রং কালো।জার্সি উন্মোচন করা ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই রংটাই আমাদের একসঙ্গে নিয়ে আসে, এই আগুনটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।’