
স্পোর্টস ডেস্ক :-মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালে যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। গত কয়েক ম্যাচে নর্থ ইস্ট বারবার বেগ দিয়েছে লাল হলুদ ব্রিগেডকে। কিন্তু এই ইস্টবেঙ্গল অন্য ইস্টবেঙ্গল।ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল কোচ লাল হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, “গোকুলামের বিরুদ্ধে দুর্ধর্ষ এক কোয়ার্টার ফাইনাল খেলে আমরা সেমিফাইনালে পৌঁছে গিয়েছি। নর্থইস্টও এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে ওদের দল দারুণ ভাবে তৈরি, যা প্রতিপক্ষ হিসেবে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে নর্থইস্টকে। নিঃসন্দেহে সেমিফাইনাল ম্যাচ কঠিন হতে চলেছে, তবে আমাদের ছেলেরা নিজেদের কাজ সম্পর্কে অবগত। একটা দল হিসেবে নির্দিষ্ট লক্ষ্যে দিকে এগিয়ে চলেছি আমরা।”
অপর দিকে, ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যশালী ক্লাবের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে নামার আগে নর্থইস্ট ইউনাইটেড যথেষ্ট সাবধানী। ইস্টবেঙ্গলের পক্ষে সমর্থন থাকবে মেনে নিলেও ইতিহাস তৈরি করতে চান তিনি। ৫৪ বছর বয়সী স্প্যানিশ কোচ জুয়ান পেড্রো বেনালি বলেছেন, “এই সেমিফাইনাল স্রেফ আর একটা ম্যাচ নয় আমাদের জন্য। হোম টিমের বিরুদ্ধে ঘরের মাঠে খেলছি আমরা। শুধু বিভিন্ন পজিশনে নয়, রিজার্ভেও দক্ষ ফুটবলার রয়েছে ইস্টবেঙ্গলের। আমরা নিজেদের রাজ্যের প্রতিনিধিত্ব করতে এসেছি এবং সমর্থকদের জন্য লড়াই করতে এসেছি। সমর্থকেরা আমাদের বিশ্বাস করেন এবং আমরা তাঁদের গর্বিত করতে চাই। আমরা সব কিছু দিয়ে ইতিহাস তৈরি করব।