
স্পোর্টস ডেস্ক :ইস্টবেঙ্গল-ইস্টার্নরেল ম্যাচ ঘিরে প্রেসবক্সে চূড়ান্ত অব্যবস্থা। চূড়ান্তভাবে ব্যর্থ আইএফএ। জল নেই,পাখা চলে না। প্লেয়ার লিস্ট নেই। বসার জায়গায় ধূলোর স্তুপ। বেশিরভাগ সাংবাদিকরাই দাঁড়িয়ে ম্যাচ কভার করে। সাংবাদিকরা অসুস্থ শরীর নিয়ে এই প্রেস বক্সে বসেই ম্যাচের কমেন্ট্রি করছেন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। তাঁর বক্সে পাখা আছে অথচ সেই পাখা চলছে না। চার বছর পর ইস্টবেঙ্গল মাঠে ম্যাচ হচ্ছে। অথচ আইএফএ,পি ডব্লুউ বিভাগ এবং ইস্টবেঙ্গল ক্লাব কোনও কিছুই ব্যবস্থা করতে পারেনি। চূড়ান্ত অপেশাদারিত্ব। প্রেসবক্স থেকেই আইএফএ সচিব, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এবং ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সুভেন রাহা। ফোন করার পর কিছু জলের বোতল এসে পৌঁছলেও পাখা আর চলেনি। চার বছর পর ম্যাচ হচ্ছে তার আগে আইএফএ,ইস্টবেঙ্গল কর্তারা কোনও রেকিই করেননি। কলকাতার ফুটবল, আইএফএ যে তিমিরে ছিল, সেঈ তিমিরেই আছে। চূড়ান্ত অপেশাদার।