
স্পোর্টস ডেস্ক :রবিবার ঘরের মাঠে প্রায় ভরা গ্যালারির সমর্থকদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি-কে ২-১-এ হারাতে সমর্থকদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। বুধবার নয়াদিল্লিতে সে রকমই একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন ক্লেটন সিলভারা। কিন্তু এই ম্যাচে গ্যালারিতে একটিও মানুষ থাকবে না। যা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাতকে।
তবে যেহেতু এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ জিততে পারলে তাদের প্লে অফের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে, তাই দলের ফুটবলাররা এমনিতেই যথেষ্ট উজ্জীবিত হয়ে মাঠে নামবেন এবং সারা ম্যাচে তেতে থাকবেন বলেই বিশ্বাস কোচের।
চলতি আইএসএলে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে নামার আগে কোচ কুয়াদ্রাত বলেন, “ফাঁকা গ্যালারির সামনে খেলা বেশ কঠিন। এ বার আমরা বাইরে গিয়ে যত ম্যাচ খেলেছি, আমাদের সঙ্গে সমর্থকেরা ছিলেন। তাই ওদের ছাড়া উজ্জীবিত হয়ে খেলা মুশকিল। তবে এই ম্যাচে যেহেতু আমরা কঠিন চ্যালেঞ্জ নিয়ে নামছি, তাই দলের ফুটবলাররা যথেষ্ট উজ্জীবিত হয়ে মাঠে নামবে। আশা করি, ম্যাচে এর প্রভাব পড়বে। সারা ম্যাচেই ওরা উজ্জীবিত হয়ে থাকবে”।