
স্পোর্টস ডেস্ক :–এবার অভিনব পন্থা নিল ইস্টবেঙ্গল ক্লাব। আগামী ১ অগাস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস। প্রতিবার কোনো না কোনো ক্রীড়াবিদকে ভারত গৌরব সম্মান দেয় ক্লাব। এবারে শিল্পপতি রতন টাটাকে এই সম্মান দেবে শতবর্ষ প্রাচীন ক্লাব। কেন রতন টাটাকে এই সম্মান ক্লাবের বক্তব্য ক্রীড়ার উন্নতিতে শুধু প্লেয়ায় আর কর্মকর্তারা করেন না। শিল্পপতিরাও করেন। আর রতন টাটার খেলার প্রতি অবদান দেখেই এই সম্মান । আমারা যদি দেখি দেখব ভারত বর্ষের অন্যতম সেরা ফুটবল অ্যাকাডেমি, টাটা ফুটবল অ্যাকাডেমি। দেশের বহু কৃতি ফুটবলার উঠে এসেছেন এই অ্যাকাডেমি থেকে। বাংলার প্রচুর তরুণও এই অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন তারা ।
রতন টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি আসতে না পারলে তার তরফে কেউ আসবেন। সূত্রের খবর পরেরবার মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি পাবে ভারত গৌরব। ভারতের এই মুহূর্তে এক নম্বর ফুটবল লিগ আইএসএলের সংস্থা এফএসডিএলের চেয়ারপার্সন নিতা।ইস্টবেঙ্গলে , এ বার লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়া হবে প্রাক্তন গোলকিপার তরুণ বসু এবং অরূপ ভট্টাচার্যকে। ১ অগস্টের অনুষ্ঠানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও থাকতে পারেন এবার ইস্টবেঙ্গল দিবসে