
ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের বদলার ম্যাচ। অন্যদিকে ইস্টবেঙ্গলকে তাতাচ্ছে ১৯ বছর আগের ইতিহাস। এদিন ৭১ মিনিট- দুরন্ত গোল পেত্রাতোসের। প্রায় মাঝমাট থেকে বল টেনে নিয়ে আসেন তিনি। তিনি বক্সের বাইরে থেকে তাঁর বাঁ-পায়ের শটে বল জালে জড়ান। গোলটি হয়েছে ইস্টবেঙ্গল রক্ষণের ভুলে। বল আটকানোর কেউ ছিল না লাল-হলুদের। খুব খারাপ রক্ষণ ইস্টবেঙ্গলের আবার দেখা গেল ডুরান্ডের ফাইনালে