
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ মঙ্গলবার সাত সকালে দিল্লির আপ বিধায়ক অমানতুল্লা খানের বাড়িতে হানা দিল ইডি। দিল্লির ওখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। আর্থিক তছরুপের মামলায় তাঁর নাম জড়িয়েছে। ইডির এই অভিযানের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত দেখছেন অনেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে বিরোধীদের হেনস্থার অভিযোগ এনেছে আম আদমি পার্টি। ইতিমধ্যে তাদের দলের সাংসদ সঞ্জয় সিংকে গত ৪ অক্টোবর দিল্লি আবগারি নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছিল। আপ’র অভিযোগ, ইডি, সিবিআইয়ের মতো সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য কাজে লাগায় কেন্দ্রের বিজেপি সরকার।