
নিজেস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ বৃহস্পতিবার সাত সকালে ফের ইডি হানা। এদিন সকালে হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা মনোজ দুবের বাড়িকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা। বাড়ির ভিতের শুরু হয় তল্লাশি। সূত্রের খবর দিল্লির একটি প্রতারণা মামলায় নাম জোড়িয়েছে মনোজ দুবের। পাশাপাশি লিলুয়া চকপাড়া এলাকায় মহঃ হোসেনের ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’র হানা বেলঘড়িয়াতেও। দেশপ্রিয় নগরে ৪৯ নম্বর জাগ্রত পল্লীর আদিত্য এপার্টমেন্ট’র প্রথম তল এ রমেশ প্রসাদের ফ্লাট তল্লাসী শুরু করেন ইডি আধিকারিকরা। যদিও ইডির তরফ থেকে কিছুই স্বীকার করা হয়নি। জানা গেছে একটি বিদেশি সফটওয়্যার কোম্পানীতে কাজ করেন এই রমেশ প্রসাদ। সূত্রের খবর, দিল্লিতে সাইবার জালিয়াতি মামলার তদন্ত করতেই বেলঘড়িয়ায় রমেশ প্রসাদের বাড়িতে ইডির হানা দিয়েছে।