
স্পোর্টস ডেস্ক:—–বুধবার মাঝ রাতে ইডেনের সাজঘরে আগুন লাগে। রাত ১১.৫০ নাগাদ হঠাৎ আগুনের ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। সময় মতো দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।। জানা যায়,সাজঘরে ক্রিকেটারদের ব্যবহৃত জিনিসের কিছু ক্ষতিগ্রস্ত হয়। দমকল সূত্রের খবর,সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। অনেকে অন্তঘাতের কথা ভাবেন। কিন্তু এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানালেন,ইলেকট্রিকের মেইন লাইনে কোনও গণ্ডগোল নেই। ওই অ্যাওয়ে ড্রেসিংরুমের স্টিম বাথের যে প্লাগের জায়গা রয়েছে, সেখানের বিদ্যুৎ সংযোগ পরিবর্তন করতে বলেছেন ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা। এখানে কোনও অন্তর্ঘাতের প্রশ্ন নেই। কেউ এমনটা প্রচার করলে সেটা দুঃখের বিষয়। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে সিএবি। তাই ইডেনের নিরাপত্তা বাড়ছে। সুরক্ষার জন্য তা আরও অটোসাটো করা হচ্ছে। বিশেষ করে ক্লাব হাউস আর বি, সি, কে, এল ব্লকে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।বিশ্বকাপের আগে ইডেনকে সাজানোর জন্য এখানে অনেক কর্মী কাজ করছেন। তাঁদের অনেকেরই বিদ্যুতের সম্পর্ক জ্ঞান নেই। এক দু’দিনের মধ্যে নিরাপত্তা কর্মী বাড়িয়ে দেওয়া হবে। তবে সেটা ক্লাব হাউসের জন্য। এ ছাড়াও আগুন নেভানোর জন্য ইডেনের বিভিন্ন ব্লকে স্প্রিঙ্কলার (জল দেওয়ার বিশেষ ব্যবস্থা) লাগানো হচ্ছে। আপার টায়ারেও স্প্রিঙ্কলার লাগানো হচ্ছে।”