
স্পোর্টস ডেস্ক :এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বরখাস্ত হওয়া ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ দিলেন সেটা মোটামুটি সকলেরই জানা। এদিন স্টিমাচ ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে জানালেন,’সত্যি কথা বলতে ভারতীয় ফুটবল কারাগারে বন্দি। আমি অত্যন্ত দুঃখিত। আমি দলের সঙ্গে হৃদয় দিয়ে কাজ করেছি। কিন্তু যাঁরা ভারতীয় চালাচ্ছেন, তাঁরা নিজেদের ক্ষমতা ধরে রাখা ছাড়া অন্য কিছুই বোঝেন না। ফুটবল প্রশাসন কীভাবে চালাতে হয় ফুটবলের মান কীভাবে বাড়ে তাঁদের কোনও ধারণাই নেই। এভাবে কোনও গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিষ্ঠান চলতে পারে না । ভারতীয় ফুটবলে সোশ্যাল মিডিয়ায় প্রচার ছাড়া অন্য কোনও বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় না। ভারতীয় দলকে নিয়ে কোনো ভাবনা নেই । কর্তাদের কাছে ব্যক্তিগত স্বার্থ সবথেকে বড়। কীভাবে ফুটবল চালাতে হয়, সে বিষয়ে আমি তাঁদের শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু উল্টে আমাকেই বলা হল, আমি ভারতীয় ফুটবলে বোঝা হয়ে গিয়েছি। ওদের ভাবধারা এমন আমার থেকে ওরা ফুটবল বেশি বোঝে।’এরপরই তিনি বললেন,’আমি নিজেই বলেছিলাম দল পরের রাউন্ড পৌঁছতে না পারলে আমি কোচের দায়িত্ব থেকে সরে যাব। এআইএফএফ যখন আমাকে তিন মাসের বেতন নিয়ে সরে যেতে বলেছিল, আমি তখন ওদের ধৈর্য ধরতে বলেছিলাম। আমি নতুন কোনও দলে যোগ দিলে নিজে থেকেই সরে যেতাম। তখন আমাকে হয়তো এক মাসের বেতন দিতে হত। কিন্তু অকারণে তাড়াহুড়ো করে আমাকে বরখাস্ত করা হল। এর কারণ জানি না। আমাকে এভাবে বরখাস্ত করার কোনো মানে নেই। আমাকে এভাবে সরাতে হলে পুরো বেতন দিতে হবে। ওরা কোথা থেকে টাকা জোগাড় করবে আমি জানি না। আমি সেটা নিয়ে ভাবছি না। ওরা যেমন আমি তেমনই ব্যবহার ওদের সঙ্গে করেছি।’তবে ভারতীয় ফুটবল কীভাবে উন্নতি করতে পারবে সেই দিশাও দিতে পারলেন না তিনি। স্টিমাচের কথায় ”আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে প্রস্তাব দিই একজন টেকনিক্যাল কমিটির সদস্য দলের সঙ্গে রাখতে। ট্রেনিং মানের উপযুক্ত পরিকাঠামো দিতে। বিদেশে দলকে অনুশীলন করতে পাঠাতে। কিন্তু সেই গুলো একটাও মানা হয়নি। আমি আগামী কয়েক বছর ভারতীয় ফুটবলের উন্নতির আশা দেখছি না। যেই কোচ হোক এই কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে পারবে না।’